বিশ্ব বাজারে হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে অনুমতির জন্য প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিশ্বে তেলের দাম বেড়ে গেছে। বিশ্বব্যাংক আভাস দিয়েছে, আগামী বছরও তেলের দাম বাড়তে পারে। এ কারণে কোনো প্রাইজ অ্যাডজাস্টমেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।