জার্মানির স্টুডগারডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হয়

0
611

10993086_946735555358039_7319006169099854585_n
দেশ ছেঁড়ে আসার পর যেন দেশের প্রতি ভালবাসার টান আগের চেয়ে বেরে যায় অনেক গুনে । তাই বাংলা সংস্কৃতির কোন কিছু যেন ভুলে যান না প্রবাসি বাঙ্গালিরা ।
মায়ের মত দেশকে আগলে রাখেন সবসময় মনের গহীনে। তাইতো ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে জার্মানির স্টুডগারডে প্রবাসি বাঙ্গালিরা এক সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করেন ।