জার্মানিতে তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস

0
561
জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত ইউরোপের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১৫’তে অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলছে আগামী ২০ মার্চ পর্যন্ত।1426674285
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এই মেলায় বেসিসের সদস্য কোম্পানি কর্পোরেট আইটি লিমিটেড ও গ্রামীণ সল্যুউশন লিমিটেড এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এছাড়া বিইয়ন্ড টেকনোলজিস এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দর্শনার্থী (ভিজিটর) হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।
মেলায় অংশ নিয়েছেন বেসিসের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির। তিনি প্রত্যাশা করছেন, এই মেলার মাধ্যমে বিদেশে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির প্রচার-প্রসার ও দেশে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বাড়বে।