ররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, জার্মানির মিউনিখে আসন্ন নিরাপত্তা শীর্ষ সম্মেলনে ঢাকা রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন। আমরা রোহিঙ্গা ইস্যুটি মিউনিখ শীর্ষ সম্মেলনে তুলতে পারি। এটি পুরোপুরি মিয়ানমারের বিষয়। তাই এ সংকট সমাধানের উপায় তাদেরই খুঁজে বের করতে হবে। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করবেন। ১৭ই ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর ভাষায় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকার সমালোচনা করেছে। মানবাধিকারবিষয়ক জাতিসংঘ কমিশন বলেছে, এ পর্যন্ত বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা ইস্যু দেখাশোনা করছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সারা বিশ্বের এগিয়ে আসা উচিত।  বিলম্বে হলেও আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে যে, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমাধানে সক্ষম হবে না। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমস্যার বোঝা বহন করতে পারবে না।