বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর টোশিমা ওয়ার্ডে অবস্থিত টোকিও পার্কে একটি খেলনা সরঞ্জামে এ বিকিরণ সনাক্ত হয়।
এতে ৪৮০ মাইক্রোসিয়েভার্ট বিকিরণ সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। যে পরিমাণ বিকিরণ একজন মানুষ এক বছরে গ্রহণ করলেও কোনো ক্ষতির আশঙ্কা করা হয় না, ওই খেলনার বিকিরণের মাত্রা তার অর্ধেক।
এরআগে ২২ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ের ছাদে একটি ড্রোন আটক করে নিরাপত্তা কর্মীরা। ড্রোনটিতে একটি বোতল সংযুক্ত ছিল, যাতে এক ধরণের তেজষ্ক্রিয়তা সনাক্ত হয়।
ওই বোতলে স্বল্প পরিমাণ সিজিয়াম সংরক্ষিত ছিল বলে পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়।