কাগজে থাকা লেখাগুলো ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলেই মুছে যাবে। একবার নয়, এভাবে টানা ৮০ বার লেখাগুলো মুছে নতুন করে ব্যবহার করা যাবে কাগজটি। নতুন প্রযুক্তির এই কাগজ উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, রং পরিবর্তনশীল রাসায়নিক পদার্থের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে কাগজটি। তাই এতে থাকা লেখাগুলোর রং পাঁচ দিন পর স্বয়ংক্রিয়ভাবেই হালকা হয়ে যায়। তবে চাইলে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাগজটি রেখে যেকোনো সময় লেখাগুলো মুছে ফেলা যাবে। আবার ব্যবহারের উপযোগী কাগজটি তৈরির খরচও বেশ কম।

সম্প্রতি চীনের একদল গবেষক আগুন ও পানি প্রতিরোধক বিশেষ ধরনের কাগজ উদ্ভাবন করেন।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল