বিটিভির ৫২ বছর পূর্তি হয়েছে গতকাল ২৫ ডিসেম্বর। ৫২ পার করে ৫৩-তে পা রাখলো সরকারি এ টিভি চ্যানেল। এ উপলক্ষে চ্যানেল আই প্রতিবারের মতো এবারও আয়োজন করে ভিন্নধর্মী অনুষ্ঠানের। চ্যানেল আই প্রাঙ্গণ চেতনা চত্বরে আয়োজিত ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে যোগদিতে সকাল থেকে উপস্থিত হয়েছিলেন বিটিভির প্রবীন শিল্পী ও কলাকূশলীরা।
গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গান পরিবেশনের পাশাপাশি বিটিভির শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে এসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তজা আহমেদ, বিটিভি’র মহাপরিচালক হারুন রশীদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার বাবু, বিটিভির সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী।
আরো উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মিনারা জামান, ড. এনামুল হক, আতাউর রহমান, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসন, বরেণ্য সঙ্গীতশিল্পী খালিদ হোসেন, আজাদ রহমান, ইন্দ্রোমোহন রাজবংশী, মোস্তফা জামান আব্বাসী, টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, বরকত উল্লাহ, মহিউদ্দিন ফারুক, কামাল লোহানী, আবদুল মান্নান, আনোয়ারা সৈয়দ হক, সম্পাদক আবেদ খান, আবদুন নূর তুষার-সহ সাংস্কৃতিক অঙ্গণের গুণীশিল্পীরা।
‘চ্যানেল আইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন বিটিভি দেশের প্রত্যেকটি মানুষের টেলিভিশন, মানুষদের মনের কথা বলে ও বিনোদনের খোরাক জোগায় বিটিভি’।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। সে সময় ডিআইটি ভবন থেকে স্বল্প সময়ের জন্য সাদাকালো সম্প্রচার হতো। তিন বছর পর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে বিটিভি। ১৯৭৫ এর ৯ই ফেব্র“য়ারি বিটিভি রামপুরায় স্থানান্তর হয়। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি।