ভারতের পাঞ্জাবের গুরদাসপুরে সেনা পোশাকপরে দিনানগর টাউনের একটি পুলিশ স্টেশন হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সোমবার সকালের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছে আরও বেশ ক’জন। এখনও সংঘর্ষ চলছে। এ ঘটনায় পাকিস্তান সীমান্তজুড়ে সতর্কতা জোরদার করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার সন্দেহভাজন আট পাকিস্তানি জঙ্গি পাঞ্জাবে প্রবেশ করে। আর তাই এ ঘটনাকে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি হামলা বলে আশঙ্কা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হামলাকারীরা এখনও থানার ভেতরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এখনও পর্যন্ত থানার ভিতরে ঢোকা যায়নি। থানার মধ্যে কজন মারা গেছেন সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। থানায় হামলা করার আগে সশস্ত্ররা অমৃতসর-পাঠানকোট হাইওয়েতে জম্মু-কাশ্মীর থেকে আগত একটি চলন্ত বাসেও হামলা চালায়। সেসময় চার যাত্রী গুরুতর আহত হন।
পরে একটি সাদা মারুতি গাড়ি করে বন্দুকধারীরা পুলিশ স্টেশনটিতে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তৎক্ষণাৎ মৃত্যু হয় এক নিরাপত্তাকর্মীর।
এদিকে, দিনানগর ও পাঠানকোটের মধ্যকার রেললাইন থেকে ৫টি বোমা উদ্ধার হয়েছে।
সূত্রঃ priyo