বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে পঞ্চগড়ের ছিটমহলগুলোতে বর্তমান জনসংখ্যা, জমির পরিমাণ নির্ণয়সহ বিভিন্ন তথ্য সংগ্রহে জনগণনা ও সমীকরণের কাজ শুরু হয়েছে।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ৭৮ নং গাড়াতি ছিটমহলে জনগণনা ও সমীকরণের কার্যক্রম শুরু করা হয়।

জনগণনা ও সমীকরণের কার্যক্রম উদ্বোধন করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলের সভাপতি মফিজার রহমান। এসময় ছিটমহলের নেতারা ছিটমহলের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। টমহলের সাধারণ মানুষ তাদের সহায়তা করছেন সঠিক তথ্য দিয়ে।

গাড়াতি ছিটমহলের অধিবাসী আব্দুল জব্বার বলেন, ছিটমহলের নেতারা আমার বাড়িতে আসে আমাদের লোক সংখ্যা ও জমির পরিমাণ কত তার হিসাব নিলো। আমরা সঠিক তথ্য দিলাম।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলের সভাপতি মফিজার রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ করে কাগজপত্রসহ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে। এতে আমাদের পঞ্চগড়ের ছিটহলগুলোর জনসংখ্যা ও জমির পরিমাণ কত আছে সব তথ্য আমরা দিতে পারবো।