নিখোঁজ হওয়ার তিন দিন পরে চীন সীমান্তের কাছাকাছি গভীর জঙ্গলে পাওয়া গেছে ভারতীয় যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। তবে এখনো ওই বিমানের দুই পাইলটের সন্ধান মেলেনি।
শুক্রবার অরুণাচল প্রদেশের গভীর জঙ্গল থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। খবর আনন্দবাজার’র।
এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, গত ২৩ মে রুটিন প্রশিক্ষণের জন্য তেজপুর বিমানঘাঁটি থেকে সুখোই বিমানটি উড়েছিল। বিমানে ছিলেন একজন স্কোয়াড্রন লিডার এবং একজন ফ্লাইট লেফটেন্যান্ট।
উড্ডয়নের কিছুক্ষণ পরেই সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনুমান করা হয়, চীন সীমান্তের কাছে নিখোঁজ হয় বিমানটি।
এর প্রায় ৭২ ঘণ্টা পরে অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে দুই পাইলটের কেউ বেঁচে আছেন কিনা সে সম্পর্কে কিছু জানা জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।
বিমান বাহিনীর চারটি দল, সেনাবাহিনীর দুটি দল এবং আসাম সরকারের দুটি বিশেষ দল তল্লাশি অভিযান চালায়। তবে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি অভিযানে বেশ বেগ পেতে হয়।