নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশের অপরাধ,দিন দিন তা কেবল বেড়েই চলেছে। ২০১৬ সালে সারাদেশে ১৩ হাজার ৬শ’ পুলিশের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ জমা পড়ে পুলিশ সদর দফতরের সিকিউরিটি সেলে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ১শ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ বেশিরভাগই কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে।
এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত হয়। গত বুধবার কক্সবাজারের টেকনাফে ১৭ লাখ টাকাসহ ডিবি পুলিশের ৭ জন সদস্য গ্রেফতার হয়। ফরিদপুর জেলা পুলিশ সুপার সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে অবৈধভাবে ৮ কোটি টাকা অর্জন করার অভিযোগের পর পুলিশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীরা বলেন, বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ সদর দফতর অভিযুক্ত সদস্যদের গুরুদণ্ড না দিয়ে লঘুদণ্ড দেয়। ফৌজদারি মামলার অপরাধ করলেও বেশির ভাগ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়েই ইতি টানা হয়। অনেক সময় পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার বা সাময়িক বরখাস্ত করা হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে এলে সময় নিয়ে কৌশলী তদন্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে রক্ষা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দফতরের সিকিউরিটি সেল ছাড়াও জেলা পর্যায়ের পুলিশ সুপারের কার্যালয়েও প্রতি মাসে শত শত অভিযোগ জমা পড়ছে। এসব অভিযোগ তদন্তে কমিটিও হচ্ছে। তবে বেশিরভাগ তদন্তের রিপোর্টই আলোর মুখ দেখছে না। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মামলাসহ নানা হয়রানির মুখে পড়ছেন অনেকেই।