গ্রিসের ঋণ সঙ্কট সমাধানে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন প্রস্তাব উপস্থাপনের জন্য সিপ্রাস সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোজোন নেতাদের একটি জরুরী বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সঙ্কট নিয়ে আলোচনার জন্য আগামী রোববার ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসছেন বলেও জানিয়েছে বিবিসি ।

ব্রাসেলসে জরুরি বৈঠক শেষে হতাশা ব্যক্ত করে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন ‘ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে ইউরোজোন’ এবং গ্রিসের জন্য এটিই (বৃহস্পতিবার) সর্বশেষ বেঁধে দেয়া সময়সীমা ।  তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগামী পাঁচদিনের মধ্যে গ্রিক ঋণ সংকটের একটি সমাধান খুঁজে বের করতে হবে নতুবা দেশটিকে একটি বেদনাদায়ক পরিণতি মেনে নিতে হবে। গ্রিসের দেউলিয়াত্ব এবং গ্রিক ব্যাংকিং ব্যবস্থার ধ্বংসের ফলাফল পুরো ইউরোপকে প্রভাবিত করবে বলেও উল্লেখ করেছেন টাস্ক।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেছেন, গ্রিক সরকারের দেয়া প্রস্তাবটি আগামী রোববার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে উত্থাপন করা হবে।

গ্রিসের ভোটাররা ঋণ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রস্তাবের ওপর না ভোট দেয়ার পর ইউরোজোন নেতারা আশা করেছিল মঙ্গলবারই গ্রিস একটি নতুন প্রস্তাব পেশ করবে। কিন্তু নতুন কোনো প্রস্তাব না আসায় তারা দেশটিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিল।