ইজিয়ান সাগরে গ্রিক উপকূলের কাছে দু’টি নৌকা ডুবে ২১ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। শুক্রবার গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এএফপির খবরে বলা হয়, প্রথমে ফারমাকোনিসি উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। এর কিছুক্ষণ পর ইজিয়ান সাগরের কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে যায়। বন্দর পুলিশ জানায়, তুরস্ক থেকে আসা প্রথম নৌকা ডুবে যাওয়ার পর ৪৮ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ছয় শিশু ও একজন নারীর লাশ উদ্ধার করেন। কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে যায়। এ সময় বন্দর পুলিশ আটটি লাশসহ ২৬ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। পরে আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে। হতাহত যাত্রীদের বেশির ভাগই অভিবাসন-প্রত্যাশী। এর আগে, গত বুধবার গ্রিক লেসবস দ্বীপের কাছে অপর এক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় তিন অভিবাসন প্রত্যাশীর। এ ঘটনায় প্রায় আড়াইশ জনকে জীবিত উদ্ধার করে গ্রিক কোস্টগার্ড। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে এবং এখান থেকে মধ্য ও উত্তর ইউরোপে তৈরি হয় তাদের সবচেয়ে বড় স্রোত।