Home Hot News Today গেমারদের জন্য ইউটিউবের আলাদা সাইট

গেমারদের জন্য ইউটিউবের আলাদা সাইট

গেমারদের জন্য আলাদা ওয়েবসাইট আনছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। আগামী সপ্তাহে ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে ইউটিউবের পক্ষ থেকে। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

লস অ্যাঞ্জেলেসে এক সম্মেলনে নতুন এই সাইটের আভাস দিয়েছেন ইউটিউবের গ্লোবাল হেড অব গেমিং কনটেন্ট রিয়ান ওয়েট। তিনি জানিয়েছেন, ‘গেমারদের জন্য স্বর্গরাজ্য হবে ইউটিউব। এখানেই তাঁরা নতুন গেমের খবর পাবেন, গেম ভিডিও ও আপলোড করতে এবং খুঁজতে পারবেন। আমরা গেমারদের সেসব সুবিধা দেব, যেটা তাঁরা প্রত্যাশা করেন।’

এ বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে সাইটটি চালু হতে পারে। যেখানে গেমারদের জন্য আলাদা সার্চিং অপশন থাকবে, যেখানে গেমকেই প্রাধান্য দেওয়া হবে। গেমারদের জন্য ইন্টারনেটে গেম খেলার সুবিধাও যোগ করা হবে। প্রতিটি গেমের জন্য আলাদা লিংক তৈরি করা হবে, যাতে গেমাররা এগুলো সোশ্যাল মিডিয়ায় অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন।

রিয়ান ওয়েট বলেন, ইউটিউব গেমিং তৈরি হবে গেমারদের জন্য এবং গেমারদের দ্বারাই। কনটেন্টের সমুদ্রে এখন থেকে আর গেমারদের হাবুডুবু খেতে হবে না। সহজেই পছন্দের গেমটি খুঁজে পাবেন তাঁরা। লাইভ গেমিংও থাকবে আমাদের সাইটে।