গণমাধ্যমের কর্মীদের সামনে বিএনপির চেয়ারপারসন

0
445

আজ শুক্রবার গণমাধ্যমের কর্মীদের সামনে এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে নতুন তেমন কিছু ও আন্দোলনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না থাকায় অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, হঠাৎ কেন এই সংবাদ সম্মেলন?

images

খালেদা জিয়ার দীর্ঘ বক্তৃতায় দেখা যায়, তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বা এ ধরনের একটি পদ্ধতি পুনর্বহাল, ৫ জানুয়ারির নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, গুম-খুন, বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতা এবং আওয়ামী লীগের অতীত আন্দোলন ও সে সময়ের নাশকতা, সংলাপ; এসব বিষয়ের ওপরই গুরুত্ব দিয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সংবাদ সম্মেলন ডাকার পেছনে সম্ভাব্য তিনটি কারণ থাকতে পারে। সেগুলো হলো-বিএনপি কেন আন্দোলন করছে, তা সরকার এবং জনগণকে আবার স্মরণ করিয়ে দেওয়া; সমালোচনার মুখে আন্দোলন-সহিংসতা নিয়ে আওয়ামী লীগের অতীত তুলে আনা; এ ছাড়া দীর্ঘদিন থেকে খালেদা জিয়াকে প্রকাশ্যে দেখা যায়নি, এর মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি যে সুস্থ আছেন, দৃঢ় আছেন, কাজ করছেন, এ বার্তাটি দেওয়াও একটি উদ্দেশ্য হতে পারে।