ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘শেখ হাসিনার অর্জন ধূলিসাৎ করতে চায় সন্ত্রাস ও জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে। এজন্য প্রতিটি নেতা কর্মীকে কাজ করতে হবে।’
শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। ইতিমধ্যে নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বাগ্রে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’
জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ-সম্পাদক রুহুল আমিন প্রমুখ। এর আগে সকালে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।