জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করে পরবর্তী শুনানির দিন ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
জানা যায়, আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এদিন ধার্য করেন।
আজ আদালতে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। তিনি অসুস্থজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন আইনজীবী জমির উদ্দিন, সানাউল্লাহ মিয়া ও শাহজাদি কহিনুর পাপড়ি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে।