বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ইউরোপীয় দেশসমূহের সঙ্গে ব্যবসায় বাণিজ্য ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রে জানা গেছে।
সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আর্নে লিটজ।