বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের তালা ভেঙ্গে পুলিশি তল্লাশি ও জিনিসপত্র তছনছ করার প্রতিবাদে জার্মান বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ এই ঘটনাকে নজীরবিহীন বলে উল্লেখ করেন।
তারা বলেন, সরকার বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের জন্য বহুমুখী ষড়যন্ত্র করছে। এই তল্লাশি কোন গভীর ষড়যন্ত্রের ট্রায়াল। তাই আমাদের সবাইকে সতর্ক ও ধৈর্য্যের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম এবং সভা পরিচালনা করেন জার্মান বি এন পি’র সাধারন সম্পাদক মাসুদ রেজা। বক্তব্য রাখেন, মোজান্মেল হক, ফারুক আলম, জুয়েল খান, সেলিম ব্যাপারী চঞ্চল, কাউসার শামীম, শাখাওয়াত হোসেন সোহাগ, এমদাদুল ইসলাম, সেলিম রেজা, মন্জুর সরকার, দেলোয়ার হোসেন ঝন্টু, নিয়াজ হাবিব,আসিফ ইকবাল, হায়াতুন্নবী রুমেল, নিজাম উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এই সরকার যে রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক পথকে সংকুচিত করে ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে কোন নোটিশ ছাড়াই বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশকে দিয়ে তল্লাশি চালিয়ে আইনের শাসনকে ভুলুণ্ঠিত এবং গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতিকে ব্যাহত করেছে।