কয়েকটি প্রধান শিরক

0
511

কয়েকটি প্রধান শিরক

* আল্লাহ ব্যাতিত অন্য কাউকে রব বা ইলাহ বানানো- ১৭,২২/৩;৬৪/২১;২৯/৭৯;২৩,২৪

* কামনা বাসনা বা নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া – ২৫;৪৩,৪৪/৪৫;২৩/৫৩;২৩/২৮;৫০/৫;৪৮/৪৭;১৬/১০;৩৬

* শাষক,নেতা,পীর,আলেম,নবী বা ফেরেশতাদেরকে রব বানানো – ৯;৩১/৩;৮০

* আইনদাতা,তাগুত বা শয়তানকে রব বানানো – ৪;৬০,৬৫/৪২;২১/৩৬;৬০,৬১

* বাপ,দাদা ও পূর্ব পুরুষদের অনুশরনের মাধ্যমে পথভ্রষ্টতা ৭;১৭৩/৫;১০৪/৩১;২১/২;১৭০/৪৩;২৪/২৩;৩৪/২৬;৭৮

* আল্লাহর আঈন বাদে অন্য আঈন মানা – ৫;৫০/২৮;৭০/১২;৪০/৪২;২১/১৩;৪১/৭;৫৪

* ইলমে গায়েব বা ভবিষ্যত কেউ যানে বলে বিশ্বাস করা – ২৭;৬৫/৭;১৮৮/৬;৫৯/৪৬;৯/৭২;২৬/১১;১২৩/৪৯;১৮/৩১;৩৪

* পীর বা কবর বাসীকে ডাকা ও ওয়াসিলাহ করা – ২;১৮৬/১০;১০৬/৩৫;১৩,১৪/৪৬;৫,৬/২৬;২১৩/৭;১৯৪

* আল্লাহ ব্যাতিত অন্য কারো সার্বভৌমত্বকে স্বীকার করা বা মেনে নেওয়া ২৫;২/৫;১৭,১৮,৪০/৩;২৬,১৮৯/৬৭;১/৩৯;৪৪

* আল্লাহ ব্যতিত অন্য কারো হালাল হারাম করার ক্ষমতা আছে বলে মেনে নেওয়া – ১৬;১১৬/১২;৪০/৫;৫০

* তাবিজ কবজ ব্যবহার করা ২৬;৭৯,৮০/১০;১০৭/৩৯;৩৮