তিন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটের দিন রাত ১২ পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনের সব ধরনের সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওই সময় পর্যন্ত মোবাইল ফোনে এক হাজার টাকার বেশি রিচার্জও করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক সোমবার সার্কুলার জারি করে মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এই নির্দেশনা জানিয়ে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান (গভর্নর সচিবালয়) বলেন, “মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গ্রাহক পর্যায়ে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসে ক্যাশ আউট ও ক্যাশ ইন এবং এজেন্ট ও মার্চেন্ট পেমেন্ট পর্যায়ে লেনদেন বন্ধ রাখতে হবে। এছাড়া কেউ এক হাজার টাকার বেশি মোবাইলে রিচার্জ করতে পারবেন না।”
তথ্য ঃবিডিনিউজ