আর কয়েক দিন পরেই বড় দিন। এ উপলক্ষে ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী।

হঠাৎ তিনি ক্রিসমাস ট্রিতে এক মিটার লম্বা একটি সাপ জড়ানো দেখতে পান।

বিগড়ে না গিয়ে ওই নারী চুপচাপ একজন সাপুড়ে ডেকে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করেন।

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ার শহরতলীর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

সাপুড়ে ব্যারি গোল্ডস্মিথের বরাতে বলা হয়, ঘর সাজানোর আগে দরজা খোলা পেয়ে সাপটি বাড়িটিতে ঢুকে পড়েছিল। পরে এটি ক্রিসমাস ট্রিতে আশ্রয় নেয়।

তিনি জানান,  সাপটি টাইগার প্রজাতির। অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চলে এদের বিচরণ করতে দেখা যায়। এক মিটার লম্বা এই সাপ মারাত্মক বিষধর হয়ে থাকে।

ঘটনা সম্পর্কে গোল্ডস্মিথ বলেন, ওই নারী ক্রিসমাস ট্রিতে সাপটি দেখার পর মাথা ঠাণ্ডা রাখেন, রুম থেকে বেরিয়ে যান।  দরজার নিচের ফোকর দিয়ে যেন সাপটি বেরোতে না পারে, সেজন্য সেখানে একটি টাওয়াল গুজে দেন। এরপর তিনি সাপুড়েকে ফোন করেন।

পরে সাপুড়ে এসে সাপটি ধরে জঙ্গলে ছেড়ে দেন। অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই প্রাণীরা সংরক্ষিত।