আবার বলিউডের রুপালি পর্দায় ফিরছেন কিং খান শাহরুখ-কাজল জুটি। দীর্ঘদিন পর তাদের এক সাথে দেখা যাবে রোহিত শেঠির দিলওয়ালে সিনেমায়। এখন সিনেমাটির মুক্তির অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। এদিকে দর্শকের কথা ভেবে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক রোহিত। শাহরুখ-কাজল জুটির পাশাপাশি এ সিনেমায় আরও অভিনয় করছেন বরুন ধাওয়ান এবং কৃতি সোনম।
সম্প্রতি ‘গোয়া স্টেট ফিল্ম ফেস্টিভালে’ এসে রোহিত জানিয়েছেন, চলতি বছরের ক্রিস্টমাসে মুক্তি পাবে এ সিনেমা। কমেডি-ড্রামা দিলওয়ালে সিনেমাটি প্রযোজনা করেছেন রোহিত শেঠি এবং গৌরি খান। রোহিত ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোলমাল এবং সিংহাম সিনেমার মতো এ সিনেমাটির ৫০ শতাংশ শুটিং ভারতের গোয়া শহরে করা হবে। গত মাস থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে।