অ্যাপল ইতিমধ্যে আগামী ৭ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। এ অনুষ্ঠানেই উন্মুক্ত করা হবে শীর্ষ প্রযুক্তি জায়ান্টটির পরবর্তী স্মার্টফোন। বরাবরের মতোই অ্যাপলের নতুন পণ্যের প্রতি আগ্রহের শেষ থাকে না। আর তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফাঁস হয় নানা তথ্য, শোনা যায় গুজব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সংবাদ সম্মেলনের আগেই সর্বশেষ ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস হিসেবে নতুন দুটি মডেলের হ্যান্ডসেট আনবে অ্যাপল। উভয় আইফোনই ৩২ গিগাবাইট, ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি সংস্করণে পাওয়া যাবে। আইফোন ৭-এর ৩২ গিগাবাইট সংস্করণের মূল্য হতে পারে ৫ হাজার ২৮৮ ইউয়ান। এ ছাড়া ১২৮ ও ২৫৬ গিগাবাইট সংস্করণের মূল্য হতে পারে যথাক্রমে ৬ হাজার ৮৮ ইউয়ান ও ৭ হাজার ৮৮ ইউয়ান। অপেক্ষাকৃত উন্নত সংস্করণে আইফোন ৭ প্লাসের ৩২ গিগাবাইট, ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের মূল্য হতে পারে যথাক্রমে ৬ হাজার ৮৮ ইউয়ান, ৬ হাজার ৮৮৮ ইউয়ান ও ৭ হাজার ৮৮৮ ইউয়ান। কনফিগারেশন সম্পর্কে ফাঁস হওয়া তথ্যে জানা যায়, ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৭-এ থাকবে থ্রিডি টাচ সুবিধা। প্রসেসর হিসেবে থাকবে এ১০ প্রসেসর এবং ২ গিগাবাইট র্যাম। ছবি তোলার জন্য পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এ ছাড়া আইফোন ৭ প্লাসে থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। ব্যবহারকারীদের উন্নত ডিসপ্লের সুবিধা দিতে থাকবে উচ্চ রেজুলেশন সুবিধা। এ ছাড়া থাকবে ৪ গিগাবাইট র্যাম। ফোনটির পেছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ধারণা করা হচ্ছে, উভয় ফোনেই কোনো ৩.৫ এমএম অডিও জ্যাক থাকবে না। তবে শেষ পর্যন্ত কী চমক থাকে সেটি দেখার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
-টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে