সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পরিচিতি কিংবা কাজের ক্ষেত্র বাড়লেও এর কারণে বিব্রত বা হয়রানির শিকার হচ্ছেন অনেক সেলিব্রেটি। সে তালিকায় এবার অভিনেতা সজলের নামও যুক্ত হল। ফেসবুকে তার নামে একাধিক আইডির সন্ধান পাওয়া যায়। নিজের ব্যবহৃত একটি আইডি ছাড়া অন্য সবগুলোই ভুয়া বলে জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেতা। বেশ কিছুদিন যাবৎ সজলের নাম ব্যবহার করে এসব আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজস্ব একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। সেখানে আমার কাজের প্রায় সবকিছু আপডেট দেয়ার চেষ্টা করি। বন্ধু-পরিচিতজনদের সঙ্গে সেটির মাধ্যমে যোগাযোগ করে থাকি। কিন্তু এর বাইরেও আমার নামে অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পাই। যেগুলো থেকে আপত্তিকর পোস্ট এবং শেয়ার দেয়া হচ্ছে। যারা আমার ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সে সব ফেক আইডির কোনোটির সঙ্গেই আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ নাটক নিয়ে ব্যস্ত থাকলেও চলচ্চিত্রের প্রতিও বেশ সদয় এ অভিনেতা। আগামী মে মাসে শুরু হবে তার নতুন ছবি ‘হারজিত’-এর কাজ।