Home Hot News Today কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে উৎপাদনশীলতা হ্রাস

কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে উৎপাদনশীলতা হ্রাস

0
অত্যধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে কাজের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন এক গবেষণায় দেখা গেছে কর্মচারীরা মোট সময়ের ৩২ শতাংশ খরচ করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।
টিমলিজ ওয়ার্ল্ড অব ওয়ার্ক রিপোর্টের গবেষণা বলা হয়, গড়ে কর্মচারীরা ২.৩৫ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মেতে থাকার কারণে ১৩ শতাংশ উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে। শুধু উৎপাদনশীলতা হ্রাসই নয় অত্যধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে গোপনীয় তথ্য ফাঁস, মানহানি, ভুল তথ্য ছড়ানো বৃদ্ধি পেয়েছে।
টিমলিজের গবেষণা অনুযায়ী, সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করছে কর্মচারীরা। তাদের গবেষণা নমুনার ৬২ শতাংশ কর্মচারী কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে যারা ৮৩ শতাংশ সময় ফেসবুক ব্রাউজিং করে সময় নষ্ট করেছে। রিপোর্টে যোগ করা হয়, কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করার মাত্রা মারাত্মক বেড়েছে। কিছু নিয়োগকারী এটি নিয়ন্ত্রণে নীতি গ্রহণ করেছে আর কেউ সেটাকে প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার করছে। তবে বেশিরভাগই এই বিষয়ে কি ধরণের ব্যবস্থা নেয়া উচিত সে বিষয়ে কোনো ধারণাই রাখে না।