রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৪৮৮ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে ৩৮ জনকে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িতে অগ্নিসংযোগকারীসহ ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এরা সবাই বিএনপি কর্মী বলে পুলিশ জানায়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ‘পুলিশ হত্যার পরিকল্পনা ছিল’ উল্লেখ করা হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার আলম জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করা হয়। এ সময় নিপুণের সঙ্গে গাড়িতে কণ্ঠশিল্পী বেবী নাজনীনও ছিলেন। পুলিশ জানায়, একটি মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, দুইজন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নতাকর্মী আহত হন। বিএনপি কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গ্রেফতারকৃতরা জানিয়েছে, বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে ঘটনার আগের রাতে (মঙ্গলবার) পল্টন, মিরপুর, মোহাম্মদপুর ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠক করেন। ওই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়, বুধবার ঢাকায় নাড়া দিতে হবে। এর মাধ্যমে সরকারকে বোঝাতে হবে বিএনপির শক্তি ক্ষয় হয়ে যায়নি।
জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দাদের জানায়, মির্জা আব্বাস নিজে হামলার নির্দেশনা দিয়ে বলেন, সরকারকে নাড়া দিতে যে ঘটনা প্রয়োজন তা তো সবার জানা। অস্থিতিশীল পরিবেশ না হলে সরকারকে হটানো সম্ভব হবে না। এমন নির্দেশনার পর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহদফতর সম্পাদক জাহিদুজ্জামান শাওন নিজ উদ্যোগে হামলায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করে। মির্জা আব্বাসের বাসায় চলা বৈঠকে শাওন বলে, ‘পুলিশকে লক্ষ্য করে আমি হামলা করব। তখন আরেকজন কর্মী তাকে বলেন, তুমি হেলমেট পরে হামলা করবে। একইভাবে পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজালাল নিজেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে মির্জা আব্বাসের কাছে জাহির করার চেষ্টা করে। সে জানায়, পুলিশের গাড়িতে আগুন দেয়া হবে। এ কাজটি সে নিজেই করবে। অন্যরা করলে ধরা পড়তে পারে। তার এ কাজে আগের অভিজ্ঞতা আছে। বুধবার এই শাহজালালই পুলিশের গাড়িতে আগুন দেয়। তাকে শনাক্ত করা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, পুলিশ সতর্ক থাকার কারণে তাদের হত্যা পরিকল্পনা ভেস্তে গেছে। ঘটনায় আটকদের কাছে হামলা ছাড়াও হত্যা পরিকল্পনা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। পুলিশের তিন মামলায় আসামি ৪৮৮ জন। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এসএম শিবলী নোমান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।