কক্সবাজার হবে ডিজিটাল সার্ফিং সিটি

0
462

কক্সবাজার সমুদ্র সৈকতে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে সার্ফিং। সমুদ্রে রোমাঞ্চকর সার্ফিং দেখতে এবং সার্ফিং করতে এখানে পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে। এই পর্যটন নগরীকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আজ দুপুরে তার নিজ দপ্তরে এয়ারটেল বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যকার সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে এ কথা বলেন।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রত্যেকটি শহরকে ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলা একান্ত জরুরি। আমাদের সে যাত্রা পর্যটন শহর কক্সবাজার থেকেই শুরু হলো।

এই সমঝোতা স্মারকের আওতায় কক্সবাজার এয়ারপোর্টে ফ্রি ওয়াই-ফাই সংযোগ প্রদান, কক্সবাজার জুড়ে ওয়াই-ফাই হটস্পট স্থাপন, সার্ফিং ইনস্টিটিউট স্থাপন, বিচের সৌন্দর্য বর্ধন, রাস্তার দু’পাশের সৌন্দর্য বর্ধন, আইসিটি ক্লাব স্থাপন এবং টেলিভিশন, রেডিও, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে কক্সবাজারকে ব্র্যান্ডিং করা হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পি ডি শর্মা নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।