আজকের এই পর্বে আমরা জার্মান ১২ মাসের নামের সাথে পরিচিত হব। দেখতে গেলে ইংরেজি ১২ মাসের নামের সাথে খুব একটা পার্থক্য নেই জার্মান ১২ মাসের নামের কিন্তু যথারীতি উচ্চারনের বেলায় বিস্তর তফাত। নিচে পাঠকদের বুঝার স্বার্থে দুটি ছবি উপস্থাপন করা হল।
জার্মান মাসের আর্টিকেল হল “Die” মানে Die Monate কিন্তু প্রত্তেক মাসের নামের ক্ষেত্রে তার আর্টিকেল “Der” জেমনঃ Der Januar, Der Februar ইত্যাদি।
নিচে একটি অডিও ফাইল দেয়া হল উচ্চারন বুঝার সুবিধার্থে।