Home Hot News Today এসএসসির দ্বিতীয় দিন : অনুপস্থিত ৮৯০৪, বহিষ্কার ৮২

এসএসসির দ্বিতীয় দিন : অনুপস্থিত ৮৯০৪, বহিষ্কার ৮২

0
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিতির পরীক্ষার্থী ৮ হাজার ৯০৪ জন। বহিষ্কার করা হয়েছে ৮২ জনকে। রবিবার এসএসসির সাধারণ ৮ বোর্ডের বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রে পরীক্ষা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, সাধারণ ৮ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডে এক হাজার ১৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনৈতিক কার্যক্রমের জন্য বহিষ্কারের সংখ্যা ছিল ৮ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১০ জন। প্রথম দিন এ বোর্ডে মাত্র একজনকে বহিষ্কার করা হয়। অন্যদিকে অনুপস্থিতির হিসেবে কুমিল্লা বোর্ড দ্বিতীয় অবস্থানে, ৭১৬ জন। প্রথম দিনেও এ সংখ্যা একই ছিল। প্রথম দিন কেউ বহিষ্কার না হলেও ইংরেজি পরীক্ষায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও যশোর বোর্ডে অনুপস্থিতি ৪৪২ জন, আর বহিষ্কারের সংখ্যা একজন, রাজশাহী বোর্ডে অনুপস্থিতি ৪৩৫ জন, বহিষ্কার হয়নি একজনও, দিনাজপুর বোর্ডে ৩৮৬, বহিষ্কার শূন্য, চট্টগ্রাম বোর্ডে ৩৪৮ জন, বহিষ্কার হয়নি একজনও, বরিশাল বোর্ডে ৩০৯ জন, বহিষ্কার হয়েছে সাতজন। যা আট বোর্ডের মধ্যে দ্বিতীয়। এছাড়াও সিলেট বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ২৭০ জন, বহিষ্কার করা হয়নি একজনকেও।
অন্যদিক, অনুপস্থিতি ও বহিষ্কারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসা বোর্ড। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা তিন হাজার ৬৭২ জন। আর বহিষ্কার করা হয়েছে ৩২ জনকে। এছাড়া কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৫৬ শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষাথীর সংখ্যা ২৭ জন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে আগামী ২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে ১১ মার্চ শেষ হবে।