ভারতের সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রবিবার বঙ্গভবনে এক গুরুত্বপূর্ণ সভা চলাকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে দীর্ঘক্ষণ ঘুমাতে দেখা গেছে।
ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেন।
টিভিতে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়, দুপুর একটার কিছুক্ষণ পর হতেই মতিয়া চৌধুরী ঘুমাচ্ছিলেন। মোদি তখন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পক্ষ থেকে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করে বক্তব্য রাখছিলেন।
মোদি যখন বক্তব্য শেষ করেন তখন ঘুম ভাঙে মতিয়া চৌধুরীর।
অনুষ্ঠানের প্রথম সারিতে ছিলেন মতিয়া চৌধুরী। তার বাম পাশে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ডান পাশে একজনের (নাম জানা যায়নি) পরেই ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে মোদির সফরসঙ্গীরা, বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যসহ সামরিক ও বেসামরিক উচ্চপর্দস্থ কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদও বক্তব্য রাখেন।
প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসা মোদি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, মধ্যাহ্নভোজে অংশগ্রহণ এবং বাজপেয়ির স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন করতে দুপুরে বঙ্গভবনে যান।