এবারে ভাগ্য ছোঁয়ার অপেক্ষায় আরেফীন শুভ

0
750
নিজের ক্যারিয়ারে সাফল্যের অঙ্কে কোনোকিছুরই অভাব নেই। শুধু অভাব সৌভাগ্য দেবীর। নয়তো এ যাবত্ যে ক’টি ছবি করেছেন তাতে ‘তারকাঁটা’ নামের সস্তা গল্পের সুপার ফ্লপ ছাড়া বাকি ছবিগুলোর সাফল্যের জন্য কোনো ইএসপির অভাব ছিল না। কিন্তু এতকিছুর পরও শুভ’র অপয়া রোগটা যেন যাচ্ছেই না। জাজ-এর ব্যানারে বিগ বাজেটের ছবিও আলোড়ন তুলতে পারলো না। তার ভেতরে শাকিব খানের ফিল্ম পলিটিক্স তো রয়েছেই।download (4)
এখন দেখা যাক ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে শুভ কতটা তার সৌভাগ্য দেবীকে ছুঁতে সক্ষম হন। যদিও এটি টিভি নির্মাতার তৈরি চলচ্চিত্র। এরপরও কর্পোরেট ব্র্যান্ডিং-এ বাড়তি প্রচারের একটি সুযোগ-সুবিধা রয়েছে। এই ছবিতে জুটি হিসেবে রয়েছেন আরেক টিভি অভিনেত্রী মম। দেখা যাক মম-শুভ’র জুটিতে এই ছবিটি কতটা দর্শকেরা গ্রহণ করে।
এরই ভেতরে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের প্রচারের সব রকম ঢোলই বাজানো শুরু করেছেন। দেখার বিষয় ছবির গল্পটা কত শক্ত। কারণ সমসাময়িক ছবিগুলো ফ্লপ হবার একমাত্র কারণ হলো গল্পের প্রচণ্ড দুর্বলতা।