Home Hot News Today একেলন এশিয়া সামিট ২০১৫ এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে তিনটি স্টার্ট-আপস

একেলন এশিয়া সামিট ২০১৫ এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে তিনটি স্টার্ট-আপস

জুনের ২৩ তারিখ থেকে সিঙ্গাপুরে শুরু হতে যাচ্ছে একেলন এশিয়া সামিট ২০১৫। এই সম্মেলনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরা সেরা সব স্টার্ট-আপস নিজেদের প্রোজেক্ট দেখানোর সুযোগ পায়। এবছর বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে তিনটি স্টার্ট-আপস।
এশিয়ার সেরা টেকনোলজি ব্যবসায়ী, নতুন উদ্যোগ, বিনিয়োগকারী এবং নতুন নতুন ব্যবসাকে এক ছাদের নিচে নিয়ে আসাই এই সম্মেলনের লক্ষ্য। এখানেই নতুন উদ্যোক্তারা এশিয়ার ইন্টারনেট এবং মোবাইল মার্কেটে পরিবর্তনের দিক নির্দেশনা উপস্থাপন করে। বেশ কিছু কোয়ালিফাইং রাউন্ড পার হয়ে এশিয়ার সবচেয়ে বড় টেকনোলজি মিডিয়া প্লাটফর্ম এচেলন সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে তিনটি বাংলাদেশী স্টার্ট-আপ।
একেলন কোয়ালিফায়ার্সে বাংলাদেশ রাউন্ডের সহ-আয়োজক ছিল এসডি এশিয়া। কয়েক ধাপে বাছাই পর্ব শেষ করে এসডি এশিয়া তিনটি স্টার্ট-আপকে একেলন সামিটে অংশ নেয়ার জন্য নির্বাচিত করে। এক নজরে দেখে নিন তিনটি স্টার্ট-আপকে,
গোবিডি
বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ট্রাফিক অ্যাপ্লিকেশন সার্ভিস হিসেবে যাত্রা শুরু করেছ গো-বিডি। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার স্মার্ট সমাধান দেয়ার পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছে গো-বিডি।
সাবস্ক্রাইবারদের জন্য সরাসরি ট্রাফিক আপডেট, অন্যান্য রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর সাজেশন এবং সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনে। এমনকি নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য আলাদা-আলাদা পথও দেখাবে এই অ্যাপটি। গো বিডির অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। অ্যাপ নামাতে ভিজিট করুন লিংকেwww.gobd.co এবং ফেসবুক পেজ ‘GO! Traffic Updates’ থেকেও জেনে নেয়া যাবে রাস্তার সর্বশেষ অবস্থা।
ট্র্যাক মাই ভেহিক্যাল
বন্ডস্টেইন টেকনোলজি নিয়ে এসেছে ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ নামের অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের গাড়ির অবস্থান সম্পর্কে জানা যাবে। সেই সাথে গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, ইনস্যুরেন্স সম্পর্কেও নোটিফিকেশন দেবে অ্যাপ্লিকেশনটি।
আড়াই লাখেরও বেশী সংখ্যক লোকেশনের ম্যাপ যুক্ত করা হয়েছে এই অ্যাপ্লিকেশনে। অ্যাপটির ফেসবুক পেজ ‘Track My Vehicle’ অথবা তাদের ওয়েব সাইট  http://tmvbd.com/web/ ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারেন।
বঙ্গ
অনলাইন বিনোদন জগতের নতুন প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বঙ্গ। বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে তারা।
এরই মধ্যে প্রায় ১৫০০ টি সিনেমা, টিভি শো, মিউজিক ভিডিও, ড্রামা শো এবং গান আপলোড করা হয়েছে এই সাইটে। বাংলাদেশের অন্যতম সেরা এই স্টার্ট আপটি সিলিকন ভ্যালী এবং ইউরোপীয় ইনভেন্টরদের কাছ থেকে বেশ সুনাম কুড়িয়েছে। বঙ্গর ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন https://www.facebook.com/watch.bongo এবং তাদের অনলাইন সাইট লিংক http://www.bongobd.com/
বিক্রয় ডট কম বিচারকদের রায়ে সেরা স্টার্ট-আপ নির্বাচিত হলেও এচেলন এশিয়া সামিত ২০১৫ তে ব্যক্তিগত কারণে অংশ নিচ্ছে না।