পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, একটু সময় লাগলেও সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।
মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ হলের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জঙ্গি, জামায়াত-শিবির, দলীয় কোন্দল, পারিবারিক দ্বন্দসহ সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখে সমপূর্ণ নিরপেক্ষ ও পেশা দারিত্বের মাধ্যমে সংসদ সদস্য লিটন হত্যা মামলার তদন্ত করা হচ্ছে। অতীতে আমাদের যে সাফল্য সেই আলোকে আাামি আশাবাদী, কিছুটা সময় লাগলেও সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা হবে।