উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার (০৮ জুন) জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

পলক বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ভিশন ও নরেন্দ্র মোদির ভিশন একই। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আমাদের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি (মোদি) ঠিকই বলেছেন, দক্ষিণ এশিয়ায় মৌলবাদকে আশ্রয় দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি নেত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় হরতাল, পেট্রোলবোমা দিয়ে স্বাগত জানিয়েছিলেন। সেই তারাই এখন আবার ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েন।

প্রতিমন্ত্রী পলক বলেন, খালেদা জিয়া নরেন্দ্র মোদির কাছে ‘লিখিত ফর্দ’ নিয়ে একের পর এক দাবি তুলেছেন। যা আমরা টেলিভিশন পর্দায় দেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা নরেন্দ্র মোদি তাকে (খালেদা) বলে দিয়েছেন, দক্ষিণ এশিয়ায় মৌলবাদীদের আশ্রয় হবে না।

বিশ্বের সব দেশই এখন মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বলেও জানান তিনি।