‘আর্ক’ নামে গত বছরে একটি টুলস অবমুক্ত করেছিল গুগল, যার মাধ্যমে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য তৈরি বিভিন্ন অ্যাপস ব্যবহার করার সুযোগ মিলেছিল গুগলের পিসি অপারেটিং সিস্টেম ক্রোম ওএস-এ। অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলোকে গুগলের অপারেটিং সিস্টেমের বাইরে উইন্ডোজ, ম্যাক বা লিনাক্সে ব্যবহারের জন্যও চেষ্টা করে আসছিল তারা। এতদিনে এসে সেই চেষ্টা আলোর মুখ দেখল। ‘আর্ক ওয়েলডার’ নামে এবারে গুগল অবমুক্ত করেছে নতুন একটি টুলস যার মাধ্যমে এই সুবিধাটি উপভোগ করা যাবে। এই টুলসটি মূলত গুগলের ক্রোম ব্রাউজারে সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারের সুযোগ উন্মুক্ত করে দেবে। ফলে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করা যায়, এমন যেকোনো অপারেটিং সিস্টেমেই অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহারের পথ সুগম হলো। এই সিস্টেমের আরেকটি সুবিধা হলো এতে গুগল প্লে সার্ভিসকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য প্রয়োজনীয় অন্য ফাংশনগুলোকেও ক্রোম ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে, সাধারণভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে যে গতিতে কাজ করে অ্যাপসগুলো, সেই একই গতি পাওয়া যাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য রূপান্তরিত অ্যাপস সংস্করণেও। গুগলের আর্ক ওয়েলডার টুলস অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোর জন্য নতুন এক দিগন্তের সূচনা করেছে বলেই জানিয়েছে গুগল। জনপ্রিয়তায় এগিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো এর মাধ্যমে আরও অনেক বেশি বিস্তৃতি লাভ করবে বলেই আশা করছে তারা। অবশ্য গুগলের সাথে ভিন্নমত পোষণকারী ডেভেলপারও রয়েছেন। তাদের অনেকেই মনে করছেন অন্যান্য প্ল্যাটফর্মে বা পিসিতে ঠিক অ্যাপসগুলো খুব বেশি সাফল্য নাও পেতে পারে। স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে অ্যাকসেলারোমিটার, জিপিএস রিসিভার, স্পর্শ সংবেদনশীলতা প্রভৃতি উপকরণ স্বাভাবিকতায় পরিণত হলেও পিসিতে এই ধরনের সুবিধা এখনও জায়গা করে নিতে পারেনি। ফলে এসব উপকরণের ওপর নির্ভরশীল অ্যাপসগুলো হয়তো ডেস্কটপ পিসিতে এসে নিজেদের আবেদন হারিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তাদের। তবে এসব সীমাবদ্ধতাকে অতিক্রম করে উঠতে পারলে গুগলের আর্ক ওয়েলডার সত্যিই এক নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন তারা।