বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকাল ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদার ঈদ কার্ড পৌঁছে দেন।

কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সহ-সম্পাদক সেকান্দর আলী।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার সেটি গ্রহণ করেন।

দীর্ঘদিন দেশের প্রধান দুই দলের নেত্রীর মধ্যে সাক্ষাৎ না হলেও ঈদ কিংবা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।