উত্তর ইরাকে কুর্দিশ ওয়ার্কার পার্টি’র (পিকেকে) একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি তুরস্কের সামরিক বিভাগের বরাত দিয়ে জানায়, শুক্রবার দিয়ারবাকের বিমান ঘাঁটি থেকে উত্তর ইরাকের গারা অঞ্চলে এই বিমান হামলা চালানো হয়। শনিবার তুরস্কের সামরিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পিকেকে এখান থেকে নিকটস্থ তুরস্কের সেনা ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল।
তুরস্ক বেশ কিছুদিন যাবত ইরাকের উত্তরের পাহাড়ি অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এই অঞ্চলে পিকেকে তাদের ঘাঁটি তৈরি করেছে বলে দাবি করে তারা।
গত বছর থেকে পিকেকে এবং তুরস্ক সরকারের মধ্যে অস্ত্রযুদ্ধ শুরু হয়। এই দশকের সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হচ্ছে এটিকে যেখানে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এদের অধিকাংশ পিকেকে সমর্থিত ছিল। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃত।
অবশ্য ইরানের প্রেস টিভি দাবি করেছে এই বিমান হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। রয়টার্স।