ইরাকের সশস্ত্র বাহিনী আল আনবার প্রদেশে অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং সন্ত্রাসী ওয়াহাবি-তাকফিরি গোষ্ঠী আইএসআইএল-এর গোপন আস্তানায় ইসরাইলি অস্ত্র ও গোলা বারুদ পেয়েছে।

আলকারামা অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের এইসব অস্ত্র উদ্ধার করেছে ইরাকের সশস্ত্র বাহিনী।

সম্প্রতি ইরাকি সেনারা এ অঞ্চলের তিন হাজার বর্গ মিটার অঞ্চল সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়। এর ফলে তারা শিগগিরই পুরো আল-কারামা অঞ্চলটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে পারবে বলে আশা করছে। সরকারি সেনারা শহরটির কেন্দ্রস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থান করছে বলে সম্প্রতি খবর এসেছে। এ অঞ্চলে সরকারি সেনাদের সহায়তা দিচ্ছে ইরাকি বিমান বাহিনী।

আইএসআইএল-এর সন্ত্রাসীরা আল-কারামা অঞ্চলে বেশ কিছু আত্মঘাতী বোমা হামলা চালানোর জন্য গাড়ি বোমা তৈরি করলেও ওই গাড়ি বোমাগুলোকে ব্যবহারের আগেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইরাকি সেনারা।

স্থানীয় জনগণ ইরাকের সরকারি বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছে বলে ইরাকি সেনা কর্মকর্তারা জানিয়েছেন।