এবার ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পর্নো তারকা সানি লিওন। ‘বাদশাহো’ ছবিতে একটি বিশেষ গানে অভিনয় করতে দেখা যাবে সানিকে। ইতিমধ্যেই মুম্বাই শহরতলীর একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

ছবির পরিচালক মিলান লুথরিয়া জানান, ‘গানটি রাজস্থানের প্রেক্ষাপটে নির্মাণ করা হবে। এছাড়া ইমরান-সানি জুটি নিয়ে দর্শকের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে সে ভাবনা থেকেই তাদের ক্যামেরার সামনে একসঙ্গে হাজির করছেন পরিচালক।