ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৭। এই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা।
কারণ স্থানীয় প্রশাসন জানাচ্ছে, বেশ কিছু মানুষ আটকে পড়েছে ধ্বংসস্তুপের নীচে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল।
আজ বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাকে প্রদেশ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, অ্যাকের উত্তর-পূর্ব উপকূলের ১৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পাঁচটি আফটারশকে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পিডি জয়ার। এই এলাকার ডেপুটি ডিস্ট্রিক্ট চিফ মুলিয়াদি জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ভূমিকম্পে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে কয়েকটি শিশুও। ‘
উল্লেখ্য, ২০০৪ সালের ৯.২ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়ার এই অঞ্চল। সুনামিতে ধুয়েমুছে গিয়েছিল একটা গোটা সম্প্রদায়। শুধুমাত্র অ্যাকেতেই মৃত্যু হয়েছিল প্রায় এক লাখ বিশ হাজার মানুষ।