রোম  ৩১শে মে ২০১৬

প্রেস ১  

                                                        সংবাদ বিজ্ঞপ্তি

 

ইতালী বিএনপির নির্বাচিত কমিটির বিরুদ্ধে মাহিদুর রহমানের সিদ্ধান্ত অবৈধ

বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি, বৃটিশ  নাগরিক, ২০১২ সালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মনোনিত, ১৯শে মার্চ কাউন্সিলে পরে নাম ঘোষনা না হওয়ায় বর্তমানে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান তার পদপদবী অবৈধ ভাবে ব্যবহার করে গত ১৮ই এপ্রিল ইতালী বিএনপির নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন ও সাধারন সম্পাদক খন্দকার নাসির উদ্দিনকে একটি চিঠি দিয়ে তাদের অব্যহতি প্রদান করেন ও গত ২৫শে অক্টোবর ২০১৫ সালে কাউন্সিল হতে গত ১৮ই এপ্রিল পর্জন্ত সকল কার্জক্রম সিদ্ধান্ত বাতিল ঘোষনা করেন। গত ২৫শে মে আন্তর্জাতিক বিষয়ক সম্পদক মাহিদুর রহমান ইতালী বিএনপির গত কাউন্সিলে পরাজিত সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক প্রার্থী ঢালি নাসিরকে ইতালী বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক পদে নিয়োগ প্রদান করেন। এ বিষয়ে ঢাকায় কেন্ত্রীয় বিএনপির  সাথে যোগাযোগ করলে বিএনপির দীয়ত্বশীল কর্মকর্তা জানান ১৯শে মার্চ অনুষ্ঠিত বিএনপির কেন্ত্রীয় সম্মেলনের  পরে আজ অবধি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয় নাই এবং জনাব মাহিদুর রহমানকে পুনরায় কোন দায়ীত্ব প্রদান করা হয় নাই। কাউন্সিললের পর হতে নতুন করে নিয়োগ প্রদান না করা পর্জন্ত মাহিদুর রহমান কর্তৃক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপদবী ব্যবহার করে সাংগঠনিক কোন সিদ্ধান্ত প্রদান এখতিয়ার বহির্ভুত, গঠনতন্ত্র বিরোধী ও অসাংগঠনিক।

 

বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে বিদেশে কমিটি সেই দেশের আইনের অধীনে পরিচালিত হবে, তাদের কোন বিষয়ে সিদ্ধান্ত প্রদান বিএনপির গঠনতন্ত্র পরিপন্থী।

 

উল্লিখিত তথ্যর আলোকে ইতালী বিএনপির ঐতিয্য, দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার ধারাবহিকতা বজায় রেখে নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সহযোগীতা করার জন্য ইতালী বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের আহ্বান জানানো যাচ্ছে।

 

সংগ্রামী শুভেচ্ছান্তে।

শাহ মো : তাইফুর রহমান ছোটন                                            খন্দকার নাসির উদ্দিন

সভাপতি                                                                   সাধারন সম্পাদক

01 02