ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশসমূহের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের সহায়তা দেবে বলে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এছাড়াং বাংলাদেশে ব্যবসার করার ক্ষেত্রে ইইউ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো সমস্যার সম্মুখীন হলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিল এর প্রথম বিজনেস ক্লাইমেট ডায়ালগ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গি তৎপরতা ও গ্যাস-বিদ্যুৎ সঙ্কটই নয়, বিনিয়োগ বোর্ড আইন, শুল্ক আইন, বিনিয়োগে সরকারি অনুমোদনে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাতিষ্ঠানিক বাধাই বিনিয়োগ বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করেছ। এ ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ও সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণই এসব সমস্যা কাটাতে পারে।’

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সচিবালয়ে ‘ইউরোপীয়ান ইউনিয়ন (ইউ)-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ -এ এসব সমস্যার কথা উঠে আসে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (১১ মে) এবং বৃহস্পতিবার (১২ মে) ২ দিনব্যাপী এ ডায়ালগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। বিরতীহীনভাবে এ বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত।

ডায়ালগ শুরুর দ্বিতীয় দিনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়া হবে।’

মন্ত্রী বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে বৈদেশিক বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন আকর্ষণীয় নিরাপদ বিনিয়োগ স্থান।’

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করার কারণে অনেক দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। দেশে বিনিয়োগ বাড়াতে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে জাপান, চীন ও ভারতকে অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি বরাদ্দ দেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং গ্যাস ও বিদ্যুতের সঙ্কট ব্যবসার বিকাশ ও বিদেশি বিনিয়োগের অন্যতম বাধা। এসব বিষয় সমাধানে সরকার কী করবে, সেটি জানার জন্যই আমরা বৈঠকে বসছি।’

বাংলাদেশ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত ৮টি দেশের রাষ্ট্রদূত ও ৫টি যৌথ চেম্বার প্রতিনিধি সমন্বয়ে ইইউ বিজনেস কাউন্সিল গঠন করা হয়। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু’র নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশ ( ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, সুদান, নেদারল্যান্ড ও স্পেন) এর রাষ্ট্রদূত এবং ৫টি যৌথ চেম্বারের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দসহ মোট ৩৬ সদস্যের একটি প্রতিনিধিদল এই সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন নেতৃত্ব দেন। এছাড়া বাণিজ্য সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।