ইংল্যান্ডে একটি বন্দরে কন্টেইনারবন্দী ৬৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ইংল্যান্ডের পূর্বাঞ্চলের একটি আন্তর্জাতিক সমুদ্রবন্দরে পণ্যবাহী একটি কন্টেইনার থেকে ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।
হারউইচ আন্তর্জাতিক সমুদ্রবন্দরের তালাবদ্ধ কন্টেইনার থেকে ওই লোকদের উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজনকে তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই পেটের পীড়া ও বুকের ব্যথায় ভুগছেন। এছাড়া, তাদের চোখেমুখে ভয় কাজ করছিল। তবে, কেউই গুরুতর কোনো অসুস্থতায় নেই।

তবে, উদ্ধার এই লোকদের পরিচয় বা কীভাবে তাদের ওই কন্টেইনারে তালাবদ্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাদের মানবপাচারকারীরা কন্টেইনারে পাচার করছিল।