আসুন জেনে নেই জার্মান সম্পরকে কিছু মজার কিছু তথ্য
আসুন জেনে নেই জার্মান সম্পরকে কিছু মজার কিছু তথ্য

আজকের এই লেখাটিতে আমরা জানবো জার্মানি সম্পরকে মজার কিছু তথ্য ঃ

আপনি কি জানেন জার্মানিই হচ্ছে ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ ( রাশিয়ার সাথে জার্মানীর তুলনা করবেন না দয়া করে ) । জার্মানির মোট জনসংখা প্রায় ৮২ মিলিয়ন ।

বিয়ার পানে জাতি গত ভাবে ২য় অবস্থানে থাকলেও জার্মান জাতীই কিন্তু কর্মদক্ষতায় রেঙ্কিয়ে ১ নাম্বারে

আর এমনটা হওয়াই কি সাভাবিক না ! কারন জার্মানিতে বিয়ারের চেয়ে পানি সস্তা এবং এরাই বিয়ার প্রস্তুতকারি দেশের মাঝে অন্যতম ।

আরও একটি কথা জার্মান ভাষাই হচ্ছে ইউরোপের সবচেয়ে বহুল কথিত ভাষা । এ ভাষায় কথা বলে ইউরোপের সব চেয়ে বেশি মানুষ।

আর জার্মানির মোট জনসংখার ১৫ মিলিয়ন লোকই হচ্ছে বিদেশি ( এর মাঝে বিদেশিদের ২য় প্রজন্মরাও রয়েছে )

সবচেয়ে বিলাশ বহুল অথবা ভাল ভাল ব্রেন্ডের গাড়ির প্রস্তুতকারি দেশ হয়েও সাইকেলই এদের প্রিয় যানবাহন ।

*** আরো মজার কিছু পেলে অবশ্যই এই লিস্টে যোগ করে দিব কথা দিচ্ছি । আর আপ্নারাও কিছু জেনে থাক্লে কমেন্টে জানাবেন । আর আমাদের পোস্ট ভাল লাগে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কাজ করতে আর লেখা পাঠাতে ইনবক্স করুন অথবা ইমেইল করুন [email protected]আর আমাদের অফিসিয়াল ইউটিউব চেনেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।

আর নিয়মিত আমাদের আমাদের পোস্ট পেতে এখনি লাইক দিয়ে রাখুন আমাদের অফিসিয়াল ফেইছবুক পেইজে ।