স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুগলের অ্যানড্রয়েডে আসছে নতুন ভার্সন। ‘অ্যানড্রয়েড এম’ নামে এটি অবমুক্ত হচ্ছে।
গুগল জানায় ২৮ মে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে বাৎসরিক সফটওয়্যার ডেভেলপার ফোকাস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এই কনফারেন্সে গুগল অ্যানড্রয়েডের নতুন ভার্সন জনসম্মুখে তুলে ধরবে।
গুগলের অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন ছিল ৫.০ ললিপপ। সেটি ২০১৪ সালে শেষ হালনাগাদ করা হয়েছিল। দুই বছর বিরতির পর ফের অ্যানড্রয়েডের নতুন ভার্সন আসছে।
অ্যানড্রয়েডের নতুন ভার্সনে নতুনত্ব থাকছে। এতে ভয়েস এক্সেস এবং প্রক্সিমিটি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে।