ক্ষমতাসীন আওয়ামী লীগ সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আধিপত্য বজায় রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি রাশেদুজ্জামান অপুর ওপর পরিচালিত হামলার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গোটা দেশটাই এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ গণতান্ত্রিক নিয়ম নীতিকে তোয়াক্কা করে না। সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই তারা আধিপত্য বজায় রাখতে চায়।

ইউনিয়র পরিষদ নির্বাচন প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় দফায় জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সীমানা জটিলতার কারণে হাইকোর্টের একটি রায়ে নির্বাচন স্থগিত হয়। নির্বাচন স্থগিতের জেরে বৃহস্পতিবার সশস্ত্র সন্ত্রাসীরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবেরীর নেতৃত্বে রাশেদুজ্জামান অপুর ওপর হামলা চালায়। এ সময় তারা অপুর মাথা ফাটিয়ে দেয়।

তিনি বলেন, সরকার দলীয় সমর্থকরা কেবল অপু নয়, তার ছেলে ছাত্রদল কর্মী অনিককেও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা অপুর ভাইয়ের বাড়ীতেও হামলা চালায়।

উল্লেখ্য, এ বাড়িটি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহীনা খান জামানের শ্বশুর বাড়ি।