গোলকিপার থিবাট কোরটোয়িস ও রিয়াল মাদ্রিদ থেকে এবারের ট্রান্সফার উইন্ডোতে দলবদল করা তারকা মিডফিল্ডার আলভারো মোরাতার ব্যর্থতায় পেনাল্টিতে কমিউনিটি শিল্ডের ফাইনালে ৪-১ গোলে আর্সেনালের কাছে পরাজিত হয়েছে চেলসি। দুজনেই চেলসির পক্ষে নিজেদের পেনাল্টির সুযোগ নষ্ট করে আর্সেনালকে জয় ‘উপহার’ দিয়েছেন। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। কিন্তু পেনাল্টি শ্যুট আউটে ব্লুজদের পরাজিত করে গত চার বছরে তৃতীয়বারের মত এই শিরোপা নিজেদের দখলে রাখলো গানার্সরা।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে চেলসির ভিক্টর মোসেস ও আর্সেনালে নতুন যোগ দেয়া সিয়াদ কোলাসিনাচ গোল দুটি করেছিলেন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অনেকটা হতবাক করে দিয়ে চেলসির হয়ে দ্বিতীয় শ্যুটটি মারতে এসেছিলেন গোলকিপার কোরটোয়িস। কিন্তু তার শট বারের উপর দিয়ে বাইরে চলে যায়! পরের শটে রিয়াল মাদ্রিদ থেকে ৫৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেয়া বদলি খেলোয়াড় মোরাতা নিজের সুযোগটিও হাতছাড়া করলে অলিভার জিরু আর্সেনালের জয় নিশ্চিত করেন।
১৯৯৭ সালের পরে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ নষ্ট করা আর্সেনাল এই নিয়ে ওয়েম্বলিতে শেষ ৯টি ম্যাচেই জয় তুলে নিল। ২০১৪ সালের এফএ কাপের সেমিফাইনালে উইগান এ্যাথলেটিকের বিপক্ষে জয় দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল।
আগামী শুক্রবার ঘরের মাঠ ২০১৬ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু করবে আর্র্সেন ওয়েঙ্গারের দল।