২৫ হাজার ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে ইউরোপিয়ান প্রাইভেসি আইন লঙ্ঘনের অভিযোগে ফেইসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তথ্য নিরাপত্তাবিষয়ক আন্দোলন কর্মী অস্ট্রিয়ান নাগরিক ম্যাক্স স্ক্রেমসের নেতৃত্বে ডাবলিনে অবস্থিত ফেইসবুকের ইউরোপিয় প্রধান কার্যালয়ের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

ফেইসবুকের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি যেভাবে তাদের ব্যবহারকারীদের উপর নজরদারি করে, তাতে ইউরোপিয়ান প্রাইভেসি আইন লঙ্ঘন করা হয়। এমনকি ব্যবহারকারীরা যখন ফেসবুকের ‘লাইক’ বাটন ব্যবহার করে তখনও তাদের উপর নজরদারি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অভিযোগে ব্যবহারকারীদের জন্য জনপ্রতি ৫শ’ ৩৯ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এ বিষয়ে ফেইসবুকের পক্ষ থেকে এখনও কোনো কিছু বলা হয় নি।