আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নগরবাউল

0
559

‘সুইটহার্ট’ ছবির জন্য ‘আমি আকাশের কাছে জানতে চাই কী আমার অপরাধ’ শিরোনামের গানটি গেয়েছেন নগরবাউল জেমস। অনেক দিন পর আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নগরবাউল

download (7)

চলচ্চিত্রটিতে জেমস এর গানে কথায় সুরে সংগীত পরিচলনা করেছেন শফিক তুহিন। গত সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানের সংগীত পরিচালক শফিক তুহিন মিডিয়াকে বলেন, ‘জেমস বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত শিল্পীদের একজন। এর আগে ‘দেশা: দ্য লিডার’ ছবিতেও আমার লেখা গানে তাকে পেয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারা নতুন এ গানে আবারও মুগ্ধ হবেন।’

এদিকে গত বছরের ১৯ অক্টোবর ‘সুইটহার্ট’ ছবি কাজ শুরু হয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, বাপ্পী ও রিয়াজসহ অনেকে।